নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: নদীয়ার চাপরা সীমানগরে বিএসএফের বাইক র্যালি এসে পৌঁছয় গতকাল রাত্তিরে আজ সকালে তাদের বিভিন্ন কলা কৌশলী স্টান্ট দেখান তারা। ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে মেঘালয়ের শিলং থেকে গত সেপ্টেম্বরের এক তারিখে ৩৪ জনের বাইক রেলি শুরু করেন।
৩৪ জনের মধ্যে ১৭ জন পুরুষ জবানদের জাভাস টিম এবং ১৭ জন মহিলাদের সীমা ভবানী টিম। এর আগেও এই টিমটি দিল্লি থেকে কন্যা কুমারী পর্যন্ত রেলি করেছিলেন ।ফের সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই র্যালিটি শুরু করেন । দুই হাজার কিলোমিটার রাস্তার অতিক্রম করবেন, শেষ হবে দিল্লিতে গিয়ে আগামী ১৬ ই সেপ্টেম্বরে।
আর আজ নদীয়ার সীমানগর বিএসএফ ক্যাম্প থেকে শুরু করল র্যালিটি কলকাতার উদ্দেশ্যে। শুধু তাই নয় এর ফলে এই রেলিটি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বার্তা দিতে চাইছেন সকলকে যে বিএসএফ কতটা ভালো কাজ করে এবং বিএসএফকে দেখলে তাদের মনে যেন ইচ্ছা জাগে তারা বিএসএফে ভর্তি হওয়ার, এটাই তাদের মূল উদ্দেশ্য বলে জানা যায় বিএসএফ সূত্রে ।