উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীদের সঙ্গে কথা বললেন মৎস্য মন্ত্রী, তাদের দ্রুত দেশে ফেরানোর আশ্বাস মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: নিম্নচাপ ও ঝড়ো হবার জেরে ৪০ দিন আগে বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের বঙ্গোপসাগরে উল্টে যায় বাংলাদেশি ট্রলার। ভারতীয় নৌবাহিনী ও মৎস্যজীবীদের সহযোগিতায় বাংলাদেশের ডুবে যাওয়া ট্রলার থেকে নিরাপদে উদ্ধার করে বাংলাদেশি মৎস্যজীবীদের। এরপরে মৎস্যজীবীদের নিয়ে আসা হয় কাকদ্বীপ মহাকুমার হাসপাতালে।

সেখানেই চলে চিকিৎসা। চিকিৎসায় সুস্থ হয় বাংলাদেশে মৎস্যজীবীরা বাংলাদেশী মৎস্যজীবীদের সুন্দরবন মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে রামকৃষ্ণ আশ্রমের পাশে একটি ফ্লাড সেন্টারে রাখা হয়। বাংলাদেশী মৎস্যজীবীদের দেশে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার । কাকদ্বীপে বাংলাদেশী উদ্ধার হয়ে যাওয়া মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী।

এছাড়াও বাংলাদেশী মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও কাকদ্বীপ বিধানসভার বিধায়ক প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টু রাম পাখিরা। বাংলাদেশী মৎস্যজীবীদের দ্রুত দেশে ফেরানোর আশ্বাস দেন রাজ্যের মৎস্য মন্ত্রী। মৎস্যমন্ত্রীর তরফ থেকে আশ্বাস পেয়ে খুশি বাংলাদেশী মৎস্যজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + fourteen =