ক্রম বর্ধমান ডেঙ্গি আক্রান্ত রুখতে ওয়ার্ডে ওয়ার্ডে পরিদর্শন মুখ্য প্রশাসকের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ক্রম বর্ধমান ডেঙ্গি আক্রান্ত রুখতে ওয়ার্ডে ওয়ার্ডে পরিদর্শন মুখ্য প্রশাসকের। এলাকাবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রক্রিয়া শুরু হাওড়া পৌর নিগমের। হাওড়া পৌর নিগম এলাকাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা।

আজকে হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান উত্তর হাওড়ার ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি। এছাড়াও বালির ও হাওড়ার সংযুক্ত স্থানের মধ্যে ১,৪,৫ ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা বেশি। পরিস্থিতি মোকাবিলা করার জন্য দুটো ভাগে কাজ করা হচ্ছে। একটি পৌর নিগমের স্বাস্থ্য বিভাগ ও জঞ্জাল সাফাই বিভাগ।

এছাড়াও আজকে তিনি ফের কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন। সেখানে এলাকাবাসীদের সঙ্গে তিনি কথা বলেন। পৌর নিগমের স্বাস্থ্য বিভাগের মহিলা কর্মীরা নিয়মিত বাড়িতে আসেন ও তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখেন বলেই এলাকার মানুষেরা জানিয়েছেন বলেই দাবি করেন মুখ্য প্রশাসক।

পাশাপাশি তিনি জানান জানুয়ারি থেকে এখনও অব্দি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৮২ জন। যার মধ্যে গত এক সপ্তাহে ১১৩ জন ডেঙ্গিতে নতুন করে আক্রান্ত হয়েছেন। হাওড়া পৌর নিগমের আক্রান্তের সংখ্যা জেলার ভিত্তিতে ৩৬% বলেই জানান এতিনি। যদিও ২০১৯ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর অব্ধি মোট ২৫০০ মানুষ আক্রান্ত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − two =