নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়দহ :: সারা রাত ব্যাপী ঝুমুর গান ও নাচের মধ্যে দিয়ে ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা
পূর্ণ নিষ্ঠা ও মর্যাদার সাথে পালন করলেন করম পুজা।মঙ্গলবার খড়দহ পাতুলিয়ায় কল্যাণী এক্সপ্রেস ওয়ের পাশে বড়বাগান আদিবাসী যুব ক্লাবের তরফে আয়োজিত হলো সাড়ম্বরের সাথে এই ফসল কাটার উৎসব করম পুজা।মূলত মা বাবা উভয়কে শ্রদ্ধা জানিয়ে করম বাবা রুপে পুজা করা হয় প্রকৃতির গাছকে।এই পুজাকে কেন্দ্র করে সারা রাত ব্যপী এলাকার সকল শ্রেণীর মানুষেরা মিলিত হন।
নানা উপাচারে নানা ধরনের পুজার সামগ্রী উৎস্বর্গ করা হয় করম দেবতাকে।এই পুজাকে কেন্দ্র করে পুজার রীতি অনুযায়ী ঝুমুর নাচে গানের ও মাদলের মধ্যে দিয়ে প্রার্থনা করা হয় ঈশ্বরের কাছে।