নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগদা :: বাগদার পূর্ব হুদা গ্রামের কয়েক হাজার মানুষের হাসপাতাল ব্লক স্কুল কলেজে যাওয়ার একমাত্র মাধ্যম কোদালিয়া নদীর উপর বাঁশের সাঁকো ৷কয়েক হাজার মানুষ দৈনিক এই বাঁশের সাঁকোর উপর দিয়ে স্কুল কলেজ হাটে সবজি নিয়ে যাতায়াত করে ৷
কয়েক মাস ধরে সেতু টি ভেঙ্গে থাকায় সমস্যায় বাসিন্দারা৷প্রশাসনকে জানিয়ে কোন ফল না হয়সেতুর সামনে বিক্ষোভ শুরু করলো বাসিন্দা সহ পড়ুয়ারা ৷
স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘ কুড়ি বছর ধরে নিজেরা পয়সা দিয়ে কোদালিয়া নদীর উপরের বাঁশের সাঁকোটি তৈরি ও মেরামত করে চলেছে ৷অভিযোগ বাসের সাঁকোটি ভেঙেচুরে গেলে পঞ্চায়েত সহ প্রশাসনিক কর্তাদের জানালে তাদের কোন হেলদোল নেই ৷ অবিলম্বে পাকা সেতু নির্মাণ ও বাঁশের সাঁকো মেরামতির দাবী জানিয়েছেন তারা৷