কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: চাঁচল :: চাঁচলের বসন্তপুর-কাঞ্চনটোলা হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুললেন কংগ্রেস-সিপিএম জোট।বিক্ষিপ্তভাবে উত্তেজনা ছড়িয়েছে দুপুরে। রবিবার সকাল থেকেই ভোটদান পর্ব শুরু হয়েছে।মোতায়েন রয়েছে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী।
তৃণমূল সমর্থিত ভোটদাতা ছেলেকে সঙ্গে নিয়ে ভোটদান করছে বলে জোটের অভিযোগ।ভোট দিয়ে এসে বাইরে সাংবাদিকদের ক্যামেরায় স্বীকার করলেন নুরুল ইসলাম।তিনি বলেন নমুনা ব্যালটের নম্বর চিনতে পারছিনা।তাই ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দান।
আরেক ভোটদাতা আব্দুল বারেক বলেন,ভোট দেওয়ার সময় লাইনে তৃণমূল সমর্থিত কর্মীরা ঘাসফুলে ভোট দেওয়ার পরামর্শ দিচ্ছেন। এদিকে দুপুর গড়াতেই ভোটদান কে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।
শাসকদলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলছেন কংগ্রসে সিপিআইএম জোট।তৃণমূলের কর্মীরা মাদ্রাসা গেটে ভিড় জমাচ্ছেন বলে অভিযোগ কংগ্রেসের।
তৃণমূলের দাবি,জোট হারছে,তাই তারা উত্তেজনা ছড়ার আপ্রান চেষ্টা করছে।পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছে।এদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন শাসকদলের প্রতিমন্ত্রী তজমুল হোসেন।