বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার জেলাতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার।বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ বিজেপির যুব মোর্চা। যা ঘিরে চূড়ান্ত উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বিজেপি কর্মী সমর্থকদের কলকাতায় যেতে বাধা পুলিশের। পাল্টা রাস্তা অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের।

কাকদ্বীপ নামখানা ও কুলপি সহ একাধিক জায়গায় থেকে নবান্ন অভিযানে যোগদান করতে বিজেপি কর্মী সমর্থকেরা বাস করে রওনা দিয়েছিল। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ ১১৭ নম্বর জাতীয় সড়ক কুলপির কাছে তাদের বাস আটকায় পুলিশ আধিকারিকেরা।

এরপর মিটিংয়ে যেতে বাধা দেয় পুলিশকর্মীরা বেশ কয়েক ঘন্টা পুলিশ কর্মীদের সঙ্গে বচসা হয় বিজেপি কর্মী সমর্থকদের।

এরপর বিজেপি কর্মী সমর্থকরা ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় সুন্দরবন পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী এরপর বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ ।

বিজেপি কর্মীদের দাবি এভাবে বিজেপির আন্দোলনকে স্তব্ধ করা যাবে না রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে একের পর এক যে কর্মসূচি নিয়েছে তা বাস্তবায়িত হবেই। আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =