নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সারা রাজ্যের পাশাপাশি মালদায় ডেঙ্গুর প্রকোপ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ডেঙ্গি আক্রান্ত রোগীরা। একই ওয়ার্ডের মধ্যে রাখা হয়েছে ডেঙ্গি আক্রান্ত রোগীদের।
আতঙ্কে রয়েছেন পাশের অন্যান্য রোগীরাও। ডেঙ্গি আক্রান্ত রোগীদের বাড়ি পুখুরিয়া থানা কালিয়াচক থানা রতুয়া থানা সহ মালদা জেলার বিভিন্ন প্রান্তে।
মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক জানান, সপ্তাহে ধরে ১২ জন করে ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন মালদা জেলায়। তবে সমস্ত বিষয়ের ওপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি ব্লক আধিকারিক যারা রয়েছেন তাদের সাথেও প্রতিদিন কথাবার্তা চলছে জেলা স্বাস্থ্য দপ্তরের। তিনি আরো জানান বাড়ির আশেপাশে যেন জমা জল না জমতে দেওয়া হয়।
অন্যদিকে জেলাশাসক লিটিল সিংহানিয়া তিনিও জানান যে মালদা জেলার ইতিমধ্যে বেশ কিছু এলাকায় ডেঙ্গি আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। সমস্ত বিষয়ের উপর নজর রাখা হচ্ছে ডেঙ্গির সাথে মোকাবেলার জন্য।