চোরাই বাইক সহ ২ পাচারকারীকে গ্রেফতার করল মালদহ জেলার চাঁচল থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাঁচল :: চোরাই বাইক সহ ২ পাচারকারীকে গ্রেফতার করল মালদহ জেলার চাঁচল থানার পুলিশ। নম্বর প্লেটবিহীন একটি চোরাই বাইক উদ্ধার করেছে পুলিশ।ধৃতদের বুধবার চাঁচল মহকুমা আদালতে তোলে পুলিশ। ধৃতদের ৫ দিনের জন্য পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন আদালতের কাছে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ধৃতদের নামগুলি হল যথাক্রমে মোশারফ হোসেন (২১) ও বাপ্পা হক (১৯)।তাদের বাড়ি পাশের জেলা উত্তর দিনাজপুরের কাপাসিয়া এলাকায়। নম্বর প্লেটবিহীন একটি চোরাই বাইক উদ্ধার করা হয়েছে। ধৃতদের ৫ দিনের জন্য পুলিশি রিমান্ডে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে চাঁচল থানার খরবা অঞ্চলের বিলাইডাঙি থেকে নম্বর প্লেট বিহীন চোরাই বাইক সহ ওই ২ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − three =