নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: মাছ ধরতে যাওয়ার সময় দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ মৎস্যজীবী। নদীতে পড়ে গিয়ে নিখোঁজ ১ মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানার নারায়ণপুরে। নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এফবি মহাদেবী ও এফবি মা তারা নামে দুটি ট্রলার হাতানিয়া দোয়ানিয়া নদীতে মুখোমুখি সংঘর্ষ ঘটে। মহাদেবী ট্রলারের মোট ১৬ জন মৎস্যজীবী ছিল ও মা তারা ট্রলারে ১৩ জন মৎস্যজীবী ছিল। মুখোমুখি সংঘর্ষের পর মাঝ নদীতে ছিটকে পড়ে যায় মহাদেবী ট্রলারের ৪ জন মৎস্যজীবী।
স্থানীয় মৎস্যজীবী ও অন্যান্য ট্রলারের সহযোগিতায় নদী থেকে ৩জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা গেলেও ১ মৎস্যজীবীকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আহত মৎস্যজীবীদের কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বর্তমানে আহত মৎস্যজীবীরা কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ মৎস্যজীবীর বাড়ি কাকদ্বীপ এলাকায় বলে জানা গিয়েছে।