নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃষ্টিতে কাজ হয়নি, ৬০ টাকার লটারি কেটে ভাতারের এক শ্রমিক হয়ে গেল কোটিপতি। প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালেও গিয়েছিলেন রাজমিস্ত্রির শ্রমিকের কাজে কিন্তু নিম্ন চাপের জন্য বৃহস্পতিবার কাজ হয়নি। তাই ভাতার বাজারে এসে হঠাৎ টিকিট কাটার মন হয় ।
কৃষক বাজারের একটি লটারির দোকানে ৬০ টাকা দিয়ে ১০ সেমের একটি টিকিট কাটে৷ আর তাতেই জীবন বদলে গেল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বাসুদা গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডলের । তিনি যে টিকিটটি কেটেছিলেন সেই টিকিটেই পড়েছে প্রথম পুরষ্কারের ১ কোটি টাকা ।
টিকিট নাম্বার ৪৯L১১৭১৩। পূজোর মুখেই লটারিতে ১ কোটি পুরষ্কার জিতে আনন্দে আত্মহারা পেশায় নির্মান শ্রমিক প্রসেনজিৎ ও তার পরিবারের লোকজন ।