নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বিজেপির নবান্ন অভিযানের উপরে পুলিশি আক্রমণ এবং দলের রাজ্যস্তরের নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখাল পূর্ব বর্ধমান জেলার গেরুয়া ব্রিগেড।
শুক্রবার বর্ধমান টাউন হল চত্বর থেকে মিছিল করে সমর্থকরা বর্ধমান থানার সামনে এসে বিক্ষোভ দেখতে থাকেন। থানা ঘেরাও করে চলে বিক্ষোভ কর্মসূচি।
প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর থানায় ডেপুটেশন দেন বিজেপির কর্মকর্তারা। এদিন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তাঁ বলেন, “কলকাতায় দলের নবান্ন অভিযানকে কেন্দ্র করে কী হয়েছে তা কারও অজানা নয়।
একটি মিছিলে পাথর ছোড়া হয়েছে। অন্য একটি মিছিলে বোমাবাজি করা হয়েছে। নবান্নর অভিমুখে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়তে হয় বিজেপি কর্মীদের।
গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গেলে, তৃণমূলের পুলিশ লাঠি চালিয়েছে। এইভাবে তৃণমূল সরকার এবং রাজ্য পুলিশ যৌথভাবে গণতন্ত্রকে হত্যা করার যে প্রয়াস করছে সেটাকে আমরা ধিক্কার জানাই।পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেরও তীব্র সমালোচনা করেছেন তিনি।