নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বাঘের মত পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কোন প্রাণীর পায়ের ছাপ রয়েছে মাটিতে তা খতিয়ে দেখছেন বনদপ্তরের কর্মীরা।
জানা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কেষ্টপুর এলাকায় পুকুরের ধারে সকালে স্থানীয়রা দেখতে পায় বাঘের পায়ের থাবার ছাপ। যা দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদপ্তরের কর্মীরা।
গ্রামের বাসিন্দারা জানান,ছাপ দেখে মনে হচ্ছে বাঘের পায়ের ছাপ। তা দেখে আমরা রীতিমত আতঙ্কিত। বিষয়টি বনদপ্তরকে জানানো হয়েছে।
যদিও রেঞ্জ অফিসার সুজিত কুমার চ্যাটার্জী জানান,এটা এক ধরনের ফিসিং ক্যাট। যারা পুকুরের মাছ ধরে। তার সাথে যেহেতু দুই বাচ্চা রয়েছে বলছে গ্রামবাসীরা। হয়তো তাদের মাছ খাওয়ানোর জন্য এসেছে। এই নিয়ে ভয়ের কিছু নেই। ইতিমধ্যে গ্রামবাসীদের সচেতনতার কাজ শুরু হয়েছে।