মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান সিবিআই এর হাতে গ্রেপ্তার

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে  মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন  চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় কে  গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই)। মেধাবী ও উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বাদ দিয়ে লাখ লাখ টাকা  ঘুষ নিয়ে অকৃতকার্যদের চাকরি দিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ভুয়া নিয়োগপত্র তৈরি করে শিক্ষক নিয়োগ করেছিলেন বলেও জানা গেছে।

কল্যাণময় গঙ্গোপাধ্যায় ১০ বছর ধরে মধ্য শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। এর আগে একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শিক্ষা পর্ষদের দুই উপদেস্টা ও স্কুল সার্ভিস কমিশনের সদস্য শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহা।

বৃহস্পতিবার সকালে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে কলকাতার প্রধান দপ্তরে হাজির হতে বলে সিবিআই। নির্দেশ পেয়ে সিবিআইয়ের প্রধান দপ্তর নিজাম প্যালেসে হাজির হন তিনি। সেখানে কল্যাণময়কে ছয় ঘণ্টার বেশি সময় জেরা করেন সিবিআই কর্মকর্তারা।

এ সময় সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন তিনি। পরে দিল্লির দপ্তর থেকে অনুমতি নিয়ে কল্যাণময়কে গ্রেপ্তার করে সিবিআই। গ্রেপ্তারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতার পিজি হাসপাতালে পাঠানো হয় তাঁকে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে আবারও নিয়ে আসা হয় নিজাম প্যালেসে।

ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই নিজেদের হেপাজতে নিয়ে এবার সম্ভবত কল্যান্বাবুকে মুখমুখি  বসিয়ে হয়ত জেরা করার পরিকল্পনা  করেছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − sixteen =