নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে এক ভ্যান চালকের বাড়িঘর পুড়ে ছারখার হয়ে গিয়েছে।ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত ১ নম্বর দিঘীরপাড় এলাকার জয়দেব পল্লিতে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে পেশায় ভ্যান চালক দীপক মন্ডল।বাড়িতে রান্না পুজো উপলক্ষে শুক্রবার গভীর রাতে রান্না করার তোড়জোড় করছিলেন তার স্ত্রী নমিতা মন্ডল।
সেই সময় ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। আচমকা গ্যাস সিলিন্ডারের পাইপে আগুন লেগে যায়।জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন পরিবারের লোকজন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা সমস্ত বাড়িঘর গ্রাস করে নেয়।
মন্ডল দম্পতি তাদের পরিবারের অন্যান্য সদস্যদের ঘুমন্ত অবস্থায় কোন রকমে অক্ষত ভাবে বাইরে বের করে নিয়ে আসে।
কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি শুরু করেন।গভীর রাতের অন্ধকারে চিৎকার কান্নাকাটি শুনে পাড়া প্রতিবেশীরা দৌড়ে আসে। তারা আগুন আয়ত্বে আনার জন্য প্রাণপন চেষ্টা করে জল ঢালতে থাকেন আগুনে। খবর যায় ক্যানিং থানার পুলিশের কাছে ও স্থানীয় দমকল কেন্দ্রে।
খবর পেয়েই দ্রুততার সাথে ঘটনাস্থলে হাজির হয় ক্যানিং থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন।দীর্ঘ প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্বে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।