নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: কাঁথি হাসপাতালের ভগবানপুরে এক ব্যবসায়ী পরিচয় হীন মৃতদেহ রেখে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটনের পথে পুলিশ৷ পুরো ঘটনাটি পাতা হয়েছিল নিছক একটি গল্প !
পরিকল্পিত ভাবে ব্যাবসায়ীকে খুনের পর পাতা হয়েছিল নিছক গল্প! কিন্তু পুলিশ তদন্ত করে পরিচয় উদ্ধার করে পরিকল্পিত খুনের তত্ত্ব জোরালো হচ্ছিল !
সেই তথ্য কার্যত সত্য হল। কাঁথির একটি হোটেলে খুন করার পর কার্যত ধামাচাপা দেওয়ার জন্যই কাঁথি হাসপাতালে নিয়ে যায় কতিপয় ব্যক্তিরা ! ঘটনার তদন্তে নেমে এখনো পর্যন্ত কাঁথি থানার পুলিশ হোটেল মালিকের ছেলে সহ ৩ জনকে গ্রেফতার করে৷
কাঁথি থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল কাঁথির আঠিলাগড়ি বাসিন্দা কাঁথি হোটেল মালিকের ছেলে রজত চৌধুরী, জল ব্যবসায়ী রাজু বারিক ও সুতাহাটা থানার এলাকার বাসিন্দা শশাঙ্ক সাহু।
পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কি কারণে ওই ভগবানপুরে ব্যবসায়ীকে খুন হতে হল তা এখনোও পরিষ্কার নয়! ব্যবসায়ীক কারণে টাকা লেনদেনের কারণে খুন বলে এমনটাই প্রাথমিক অনুমান!