নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: স্থায়ীকরণ, সমকাজে সমবেতন, সবেতন ছুটি, প্রতি মাসে ন্যুনতম ২৬ দিন কাজ, ছাঁটাই কর্মীদের পূনর্নিয়োগ সহ ৭ দফা দাবিতে আন্দোলনে নামলেন দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ‘অস্থায়ী’ কর্মীরা।
শুক্রবার সকাল থেকে তৃণমূলের পতাকা নিয়ে সংস্থার বাঁকুড়া ডিপোর সামনে অবস্থান আন্দোলনে বসার পাশাপাশি ‘কর্মবিরতি’র ডাক দিয়েছেন।
আন্দোলনকারীদের দাবি, তাদের কাজের কোন নিশ্চয়তা নেই, ‘নো ওয়ার্ক নো পে’। এমনকি কোন সবেতন ছুটির সংস্থান নেই। সংস্থার কাছে বারবার আবেদন নিবেদন জানিয়েও কোন কাজ হয়নি। চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ‘অস্থায়ী’ কর্মীদের।
এদিন এই সংস্থার কোন অস্থায়ী কর্মী কাজে যোগ দেননি, প্রয়োজনে দাবি আদায়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে তারা নামতে বাধ্য হবেন বলে জানান।