চিংড়ি মাছের প্রসেসিং সেন্টারে বিষাক্ত গ্যাসের লিক করে অসুস্থ ৩ শ্রমিক ! তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: মাছের প্রসেসিং সেন্টারে বিষাক্ত গ্যাসের লিক করে অসুস্থ হয়ে পড়লেন সুপারভাইজার সহ ৩ শ্রমিক। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় সুপারভাইজার সহ ৩ শ্রমিককে উদ্ধার করে তমলুক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ এই ঘটনায় স্বতঃস্ফূর্তভাবে মামলা রুজু করেছে পুলিশ।

দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের হেঁড়িয়ার পাশে অবস্থিত পশুপতি অ্যকুয়াটিক প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি। সেখানেই চিংড়ি জাতীয় মাছের প্রক্রিয়াকরণ হয়ে থাকে। কোম্পানির কর্ণধার হচ্ছেন চিন্তামনি মণ্ডল।

অসুস্থ ৩ শ্রমিকরা হল সুপারভাইজার এগরার দেবাশীষ খাটুয়া, কাঁথির শম্ভু জানা ও হেঁড়িয়ার বিশ্বজিৎ বর।

কোম্পানির কর্ণধার চিন্তামণি মণ্ডল বলেন ” এটা নিছক দুর্ঘটনা! শ্রমিকরা তমলুক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর খুবই ভাল রয়েছে! পরিবারের সদস্যরা তমলুক হাসপাতালে রয়েছে! শ্রমিকদের পাশে সবসময় কোম্পানি রয়েছে “! যদিও শ্রমিকের পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + fifteen =