নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শারদোৎসবের আগে শেষ রবিবাসরীয় সাপ্তাহিক ছুটির দিনে পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনায় মহালয়ার পুণ্য সকালে এমনই সব বিশুদ্ধ বৈদিক সংস্কৃত মন্ত্রে মুখরিত হলো বাঁকুড়ার আকাশ বাতাস।
এদিন সকালের সূর্য ওঠার আগে থেকেই জেলার বিভিন্ন প্রান্তের মানুষ স্থানীয় নদী গুলিতে প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণে অংশ নিলেন।
সব থেকে বেশী ভিড় দেখা গেল বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীর সতীঘাটে। মহালয়ার ভোর থেকেই তর্পণের উদ্দেশ্যে অনেক মানুষ জড়ো হয়েছেন এখানে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর সহ জেলার বিভিন্ন নদী ঘাটগুলিতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিয়মানুযায়ী এদিন পিতৃতর্পণের মধ্যে দিয়েই বাঙালির মাতৃআরাধণার সূচনা হয়ে গেল। এবার মাত্র একটি সপ্তাহেরও কম সময়ের অপেক্ষা