নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বিংশ শতকে দাঁড়িয়েও এখনো ছেলে মেয়ের মধ্যে তফাৎ খুঁজে বেড়ায় সাধারণ মানুষ। দেবী শক্তি আরাধনার প্রাক্কালে রাস্তার পাশ থেকে সদ্যোজাত কন্যা সন্তানকে উদ্ধার করল গ্রামবাসীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত ২৩ নং লাটে।
স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালে রায়দিঘীর ২৩ নং লাটে রাস্তার পাশে সদ্যজাতর কান্না শুনতে পায় গ্রামবাসীরা। এরপর তড়িঘড়ি কান্নার উৎসের খোঁজ করতে থাকে গ্রামবাসীরা। এরপরের দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় গ্রামবাসীদের রাস্তার পাশেই পড়ে রয়েছে সদ্যোজাত। তড়িঘড়ি গ্রামবাসীরা সদ্যোজাতকে উদ্ধার করে খবর দেয় রায়দিঘী থানাতে ।
এরপর সদ্যোজাত কন্যা সন্তানটিকে নিয়ে গ্রামবাসীরা রায়দিঘী গ্রামীণ হাসপাতালে পৌঁছে যায়। বর্তমানে সত্যজাত কন্যা সন্তানটি রায়দিঘি গ্রামীণ হসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে সদ্যোজাত কন্যা সন্তানটি সুস্থ রয়েছে বলে খবর।