খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে মুরগির বাচ্চা বিতরণ করা হলো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লক এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে মুরগির বাচ্চা বিতরণ করা হলো মঙ্গলবার।

জানা গিয়েছে যে খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং কৈয়র গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামগুলিতে সবমিলিয়ে ২২৫ ইউনিট মুরগির বাচ্চা আজ বিতরণ করা হয়েছে। পশ্চিমবঙ্গের ডিমের চাহিদা ব্যাপক ,যাতে রাজ্যের বাইরের অন্য কোন রাজ্য থেকে নিয়ে আসতে না হয় এবং সুলভ মূল্যে যাতে রাজ্যের মানুষ নিত্যদিন ডিম খেতে পারেন তাই রাজ্য সরকারের এই উদ্যোগ।

ডিমের পাশাপাশি মাংসের চাহিদাও ব্যাপক রয়েছে রাজ্যে তাই সবটাই যাতে এর উৎপাদন সম্ভব হয় এবং সাধারণ মানুষের সাধ্যের মধ্যে দাম থাকে সেদিকেই লক্ষ্য রেখে আজ মুরগির বাচ্চা প্রদান করা হয়।। তবে শুধুই যে ডিম আর মাংসের জন্য মুরগির বাচ্চা প্রদান করা হলো এমন টা নয়।

এ ছাড়া বছরের বিভিন্ন সময়ে পিছিয়ে পড়া পরিবার গুলিকে স্বাবলম্বী করতে ছাগল মুরগি সহ বাছুর প্রদান করা হয় বলে জানালেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের বি এল ডিও সাহেব, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় , কৈয়ড় পঞ্চায়েতের উপ প্রধান শাজাহান মন্ডল সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + five =