কলকাতার দুর্গাপুজো দেখতে ফ্রান্সের ইঞ্জিনিয়াররা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: এ বছরই বাংলার দুর্গা উৎসব বিশ্ব হেরিটেজের তকমা পেয়েছে ইউনেস্কোর বিচারে। আর সেই কারণে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে বাংলার এই দুর্গা উৎসব দেখার জন্য আলাদা চাহিদা তৈরি হয়েছে। বিশেষ করে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা ইতিমধ্যেই কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে ভিড় জমাতে শুরু করেছেন এই দুর্গা উৎসব দেখার জন্য।

এরকমই ফ্রান্সের তিন ইঞ্জিনিয়ার বুধবারই এসেছেন কলকাতায়। তবে দুর্গোৎসব দেখার পাশাপাশি এই ইঞ্জিনিয়াররা দক্ষিন ২৪ পরগনার বারুইপুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে সেখানকার পড়ুয়াদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান। পড়াশুনার ক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের পরামর্শও দেন।

ফ্রান্সের বাসাতি নামক একটি কম্পানিতে কর্মরত এই ইঞ্জিনিয়াররা। সেখান থেকেই ছুটি নিয়ে পুজোর কটা দিন কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে প্যান্ডেল হপিং করবেন। তাঁরা মণ্ডপে মণ্ডপে ঘুরবেন। কিন্তু ঠাকুর দেখা শুরুর আগেই বারুইপুরের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ জিএমআইটিতে ঢুঁ মারেন এঁরা। এই কলেজ থেকে প্রতিবছর বাসাতিতে বহু ছাত্রছাত্রিরা চাকরির সুযোগ পান।

ফলে এই কলেজের পড়ুয়ারা আরও কি কি বিষয়ে জোর দিলে বিদেশে চাকরির সুযোগ আরও খুলে যেতে পারে মূলত সেই সব বিষয়ে আলোচনা করেন পড়ুয়াদের সাথে। মূলত যে প্রযুক্তি জানলে নিজেরা নিজেদের কেরিয়ারে আরও উন্নতি করতে পারবে সেইরকম কিছু প্রযুক্তির পরামর্শ দেন এই ফ্রান্সের ইঞ্জিনিয়াররা। পুজোর আগে নিজেদের কলেজে এরকম একটা সুযোগ পেয়ে যথেষ্ট খুশি পড়ুয়ারা। পাশাপাশি কলকাতায় দুর্গা উৎসব দেখার সুযোগ পেয়ে খুশি এই ফ্রান্সের ইঞ্জিনিয়াররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + six =