নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মন্দির নগরী’ হিসেবে বিষ্ণুপুর খ্যাত হলেও শাস্ত্রীয় সঙ্গীতের সৌজন্যেও সারা বিশ্বে প্রাচীণ এই শহরের ব্যাপক পরিচিতি রয়েছে। ‘বিষ্ণুপুর ঘরাণা’র নাম শোনেনি এমন সঙ্গীতপ্রিয় মানুষের নাম খুঁজে পাওয়া দূস্কর। এবার শহরের ‘দলমাদল সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাই ‘ধ্রুপদী আগমণী’ শিরোনামে তাঁদের মণ্ডপের থিম ভাবনা উপস্থাপিত করেছেন। ১৯ তম বর্ষে বাজেট মাত্র সাড়ে তিন লক্ষ টাকা।
এখানে এলে দতে পার্শক সাধারণ দেখবেন ৪০ ফুটের তানপুরা। সঙ্গে এসরাজ, হারমোনিয়াম, ডুগি তবলা সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সমাহার তো রয়েইছে। প্রতিমাতেও রয়েছে বৈচিত্রের ছোঁয়া। এখানে সন্তান-সন্ততি সহ দেবী দুর্গা সূরসাধণায় মগ্ন এমন দৃশ্যই ধরা পড়বে।সঙ্গে তবলাকৃতি সাংস্কৃতিক মঞ্চে পূজোর দিন গুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিপুল আয়োজন থাকছে।