নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: প্রায় ১০০ বছরের পুরোনো বর্ধমানের কাঞ্চননগরের পশ্চিমপাড়ায় বিদ্যাভূষণ পরিবারের দুর্গাপুজো। এখানে মা শুভচন্ডী রূপে পূজিত হয়ে থাকেন। ১২ বছর পর প্রতিমা নিরঞ্জন করা হয়।
এর কারণ জানাতে গিয়ে বিদ্যাভূষণের স্ত্রী সুচিত্রা বিদ্যাভূষন বলেন, প্রথমে সারাবছর মায়ের সেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কয়েক বছর পুজো করার পর মায়ের অঙ্গহানি হত। তাছাড়া মা খুব জাগ্রত বলে মানা হয়। সেই কারণে বারো বছর অন্তর প্রতিমা নিরঞ্জন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকেই ১২ বছর অন্তর প্রতিমা বিসর্জন করা হচ্ছে।
এইবছর একই প্রতিমা চারবার পুজো হবে বলে জানিয়েছেন সুচিত্রা বিদ্যভুষণ। এই পুজোকে ঘিরে চারদিন ব্যাপী মহোৎসব চলে ওই গ্রামে। ষষ্ঠী থেকে শুরু হয় নিরামিষ আহার সপ্তমী থেকে সমগ্র গ্রামের লোকজন একই জায়গায় এসে খাওয়া দাওয়া শুরু করে দশমীতে হয় মহা ভোজ।
আশেপাশের জায়গা থেকে প্রচুর লোক এসে জমা হয় এই পুজো উপলক্ষে।এছাড়াও তিনি আরও বলেন ১২বছরের আগে যদি মায়ের কোনো অঙ্গ ভেঙে যায় তবেই মাকে ১২ বছরের আগেই ভাসান দিয়ে দেওয়া হয়।নাহলে ১২ পরেই দেওয়া হয় ভাসান মাকে।