মহাষষ্ঠীর বর্ষা ভেজা রাতের পর সপ্তমীর সকালে পুরোমাত্রায় শরতের আমেজ ডায়মন্ড হারবারে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: মহাষষ্ঠীর বর্ষা ভেজা রাতের পর সপ্তমীর সকালে পুরোমাত্রায় শরতের আমেজ। উল্লেখ্য, সপ্তমীর সকালে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে দূর্গাপূজার সূচনা হয়। সপ্তমীর সকালে ডায়মন্ড হারবারে হুগলি নদীর পাড়ে বিভিন্ন ঘাটে চলছে নবপত্রিকা স্নান । স্নান দেখতে বহু মানুষের সমাগম হয়।

ছোট লরি, টো টো, ট্রলিভ‍্যান, পায়ে হেঁটে স্থানীয় এবং সংলগ্ন কাছে দূরের পূজো কমিটিগুলি শোভাযাত্রা সহকারে ঘাটে নবপত্রিকা স্নানে হাজির হয়। ডাক ঢোল কাঁসি ঘন্টার শব্দে, মন্ত্রোচ্চারণে, আর নববস্ত্রে অগনিত উৎসব মুখরিত মানুষের সমাগমে দূর্গাপুজোর প্রকৃত চিত্র ফুটে ওঠে।

সপ্তমীর সাত সকালেই একে কেন্দ্র করে সুভাষ ঘাট সংলগ্ন মূল রাস্তা যানজটের সৃষ্টি হলে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পরিস্থিতি তৎক্ষণাৎ স্বাভাবিক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 13 =