নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সম্প্রীতির বার্তা দিতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের উদ্যোগে এলাকায় প্রথম সার্বজনীন দূর্গাপূজাকে ঘিরে অষ্টমী সকাল থেকেই দূর্গা মাকে পুষ্পাঞ্জলি দিতে উপচে পড়েছে ভিড়।এই সম্প্রীতির অনন্য নজির দেখা গেল হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর গ্রামে।
এদিন সকালে হরিশ্চন্দ্রপুর এলাকার বেজপুরা,রাঙ্গাইপুর, দৌলতপুর,দুবোল ও খেজুর বাড়ি এলাকার প্রায় পাঁচ শতাধিক স্ত্রী পুরুষ পুষ্পাঞ্জলি দিতে ছুটে আসেন মন্ডপে।দুর্গা মাকে পুষ্পাঞ্জলি দিয়ে সমাজের মঙ্গল কামনা করেন সকলেই।
পুজো কমিটির সভাপতি প্রদীপ চন্দ্র দাস জানান,দৌলতপুর গ্রামে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের বসবাস।এই এলাকায় এবছর প্রথম সার্বজনীন দূর্গাপূজা অনুষ্ঠিত হয়।এতে এলাকার আট থেকে আশি সকলের মুখেই হাসি ফুটেছে।তিনি এর পরের বছর মুখ্যমন্ত্রীর কাছে অনুদানের জন্য আবেদন করেন।