নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: প্রথা ও রীতি অনুযায়ী, কৃষ্ণনগর রাজবাড়িতে সম্পন্ন হল ঐতিহ্যের সিঁদুর খেলা। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত রাজরাজেশ্বরীর বিদায় বেলায় দেবীর কপালে রীতিীয় প্রথা মেনে সিঁদুর ছড়ালেন রাজ পরিবারের বর্তমান রাণীমা অমৃতা দেবী। গত দুই বৎসর করোনা আবহে রাজবাড়ীর সিঁদুর খেলা বন্ধ ছিল।
এবছর রাজবাড়ীর সিঁদুর খেলায় অসংখ্য মহিলা জেলা তথা ভিন্ন জেলা থেকেও উপস্থিত হয়েছে রাজবাড়ী প্রাঙ্গনে। দশমীর সকালে রাজরাজেশ্বরীকে বরণ পর্ব ছাড়েনশুরু করেন বর্তমান রানীমা। তারপরেই সিঁদুর খেলায় মেতে ওঠেন সকলের সাথে। ঐতিহ্যের সিঁদুর খেলায় অংশ নিতে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা এ দিন কৃষ্ণনগর রাজবাড়িতে উপস্থিত হলেন ।