হাওড়ার পুজো কার্নিভালে অংশ নেবে ১৭টি পুজো কমিটি। জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে প্রস্তুতি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার পুজোর কার্নিভাল হবে হাওড়ায়। হাওড়ার এই পুজো কার্নিভালে অংশ নেবে ১৭টি পুজো কমিটি। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। কার্নিভালের আগে ফোরশোর রোড, রামকৃষ্ণপুর ঘাটে শেষ মুহুর্তের পরিস্থিতি বৃহস্পতিবার খতিয়ে দেখলেন পুরনিগমের উপ প্রশাসক।

দুর্গাপুজোকে ইউনেস্কো’র আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে শারদোৎসবকে স্মরণীয় করে রাখতে জেলার সেরা দুর্গা প্রতিমাগুলির বিসর্জন উপলক্ষে হাওড়াতেও এবছর পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। শুক্রবার বিকেল পাঁচটায় হাওড়ার ফোরশোর রোডে ওই দুর্গাপূজা কার্নিভাল অনুষ্ঠিত হবে। জেলার সেরা পুজো কমিটিগুলি এই কার্নিভালে অংশগ্রহণ করছে বলে হাওড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য জানান, ১৭টির মতো পুজো কমিটি হাওড়া জেলার পুজো কার্নিভালে অংশগ্রহণ করবে। প্রস্তুতিও প্রায় চূড়ান্ত। অন্যদিকে, হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী এদিন বলেন, হাওড়ার কার্নিভাল রামকৃষ্ণপুর ঘাটে হবে। ওই সময় কোনওরকম সমস্যা যাতে না হয় সেই ব্যাপারটা দেখে নেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =