শেষমেষ পুলিশি জেরার মুখোমুখি শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী…

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: সৌমেন্দু অধিকারী অবশেষে হাজিরা দিলেন কাঁথি থানায়। একাধিক টালবাহানার পর অবশেষে কাঁথি থানায় শুক্রবার সকাল দশটা নাগাদ কাঁথি থানায় এসে হাজির হন সৌমেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জওনরা। যদিও সৌমেন্দু অধিকারী হাইকোর্ট নির্দেশে ৩০ শে নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ রয়েছে।

পুলিশ তদন্ত করতে পারবে গ্রেফতার কোনমতে করতে পারবে না। কাঁথি থানার হাজিরা দেওয়ার সময় উপস্থিত ছিলেন আইনজীবী অনির্বাণ চক্রবর্তী।

প্রসঙ্গত, কাঁথি পুরসভার দুবারের পুরপ্রধান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। পুরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। একের পর এক মামলা দায়ের করে তদন্ত শুরু করে কাঁথি থানার পুলিশ। কাঁথি পুরসভার শ্মশানে স্টল দুর্নীতি মামলা, সারদার লক্ষ লক্ষ টাকা দুর্নীতি, ত্রিপল চুরি মামলা ও পথবাতি দুর্নীতি মামলা দায়ের হয়।

পুলিশ সৌমেন্দু অধিকারী কে গ্রেফতার ও জিজ্ঞাসা চালানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়ে ওঠেনি। হাইকোর্টের রক্ষাকবচের ভিত্তিতে বরাবর এড়িয়ে যান। বস্তুত , রক্ষা কবজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আইনজীবী মারফত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =