নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: শুক্রবার একটি বিরল প্রজাতির বাঘরোল বা মেজো বিড়াল উদ্ধার করে বনকর্মীরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে হেরম্ব গোপালপুর অঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন গ্রামবাসী দেখতে পায় চিতাবাঘের মতো এক জন্তু।ফলে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে।এরপর গ্রামবাসীরা অজানা জন্তুটিকে ধরার জন্য খাঁচা পেতে হাঁস মুরগির টোপ দেয় খাঁচার মধ্যে।পরের দিন সকালে খাঁচায় বন্দী হয় অজানা জন্তুটি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনকর্মীরা।তখনই জানা যায় এটি বিরল প্রজাতির বাঘরোল বা মেছবিড়াল।সুন্দরবনে বাঘরোল বা মেছ বিড়াল সচরাচর দেখা যায় খুবই কম।এরা মাঝারি আকারের বিড়ালগোত্রীয় এক ধরনের স্তন্যপায়ী বন্যপ্রাণী।সাধারণত নদীর ধারে,পাহাড়ি ছড়া, জলাভূমিতে বাস করে থাকে এবং সাঁতারে পারদর্শী।স্থানীয় মানুষের কাছে বাঘরোল নামে পরিচিত।
তবে বিগত কয়েক দশকে বাঘরোলের সংখ্যা অনেকটা হ্রাস পেয়েছে।ফলে ২০০৮ সালে মেছো বিড়াল বা বাঘরোল কে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করে আইইউসিএন।