রবিবার বিশ্ব নবী দিবস। পাশাপাশি রয়েছে কোজাগরী লক্ষ্মীপূজা। হাওড়া শহরে জল সরবরাহ স্বাভাবিক রাখতে পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্টে পরিদর্শন পুর কর্তৃপক্ষের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::হাওড়া :: রবিবার ৯ অক্টোবর, বিশ্ব নবী দিবস। পাশাপাশি ওইদিনই রয়েছে কোজাগরী লক্ষ্মীপূজা। তাই হাওড়া শহরে জল সরবরাহ স্বাভাবিক রাখতে পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্টে শনিবার পরিদর্শন করেন পুরনিগমের প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল।

পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট পরিদর্শনের পাশাপাশি জল সরবরাহ বিভাগের কর্মীদের সঙ্গে আলোচনা করে নেন তাঁরা। সৈকত চৌধুরী বলেন, “হাওড়া পুরনিগমের জল সরবরাহ বিভাগের তরফ থেকে শনিবার আমরা পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট পরিদর্শনে আসি। রবিবার একইদিন লক্ষ্মীপূজা এবং বিশ্ব নবী দিবস রয়েছে।

সেই বিষয়টি নজরে রেখেই হাওড়া পুরনিগম এলাকায় যাতে জল সরবরাহ স্বাভাবিক থাকে সেই কারণে আমরা পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্টে পরিদর্শনে এসে সবকিছু সরোজমিন করলাম। যাতে জলের কোনও সমস্যা না হয় তা আমরা দেখলাম। এখানকার সব পাম্পগুলো পরীক্ষা করে দেখা হলো। পাম্পগুলো ঠিকঠাক চলছে কিনা, কোনও সমস্যা আছে কিনা তা দেখে নেওয়া হলো।

পুজো বা উৎসবের মরসুমে হাওড়ার মানুষ যাতে জলের সমস্যায় না পড়েন তারজন্যই আমাদের এই উদ্যোগ। দুর্গাপূজা সবেমাত্র শেষ হয়েছে। পুজোর মধ্যে আমরা হাওড়ায় কোনওরকম জলের সমস্যা হতে দিইনি। যেভাবে চেষ্টা করেছিলাম সবকিছু মোটামুটি ঠিকই আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =