নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: প্রায় ৩ মাস পরে আইনি জটিলতা কাটিয়ে দেশের মাটিতে পা রাখল ১৩৫ জন মৎস্যজীবী। গত ২৫ জুন শনিবার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ৮ ট্রলারের প্রায় ১৩৫ জন মৎস্যজীবী।
প্রাকৃতিক দুর্যোগের কারণে ভারতীয় জল সীমানা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে ভারতীয় মৎস্যজীবীরা। এরপর বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক ভারতীয় মৎস্যজীবী ও ট্রলার। এরপর তারা ৩ মাস আইনি জটিলতা মধ্যে দিয়ে যাওয়ার পর অবশেষে পরিবারের কাছে ফিরতে পেরে খুশি মৎস্যজীবীরা।