নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: লক্ষ্মী ছাড়াও আরো দশ জন দেবদেবীর পূজা হয় মালদহ শহরের কোঠাবাড়ি রায় পরিবারের পুজোয়। এ বছর ৮৩ তম বর্ষ। ৫ দিন ধরে পূজিত হন দেবী লক্ষ্মী এই ঠাকুরদালানে। আজও নিয়ম নিষ্ঠা মেনে পুজো করে আসছেন বর্তমান প্রজন্ম। রীতি মেনে আজও পুজোর একদিন আগে স্থানীয় ৩২০ মরে বসে মেলার আসর।
এই পুজোর বিশেষ আকর্ষণ হল একটি চালির মধ্যেই দেবী লক্ষিসহ অন্যান্য দেব দেবীদের বসানো হয়।মাঝে থাকেন দেবী লক্ষী। সবার উপরে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। লক্ষ্মী দেবীর মাথার ওপরে দুই পাশে রাম ও লক্ষন। ডানদিকে গণেশ লক্ষ্মী বাঁদিকে থাকেন সরস্বতী কার্তিক। ৫ দিন ধরে নিষ্ঠার সাথে পুজো হওয়ার পর মহানন্দা নদীতে নৌকায় করে নিয়ে যাওয়া হয় সদরঘাটে। সেখানে দেবী লক্ষ্মীর বিসর্জন হয়।