নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বাঁকুড়াঃ এক-দুই-তিন…এভাবে কেটে গিয়েছে একশো ১২৪ টি বছর। আর ঐ সময়কালের আগে গজরাজের আক্রমণের হাত থেকে জমির ফসল বাঁচাতে বাঁকুড়ার বেলিয়াতোড় এলাকার জঙ্গল লাগোয়া রামকানালী গ্রামে কোজাগরী লক্ষী পুজোর দিন শুরু হয়েছিল ‘গজ লক্ষী’র পু জো।সেকারণেই এখানে চিরাচরিত পেঁচা নয়, দেবী লক্ষী হাতির পিঠে উপবিষ্টা।
মাঝের কিছু বছর হাতির আক্রমণ থেকে রক্ষা পেলেও গত কয়েক বছর ধরে ফের শুরু হয়েছে দলমার দামালদের সাঁড়াশি আক্রমণ। জঙ্গল লাগোয়া এই গ্রামে প্রায়শই ঢুকে পড়ে হাতির দল। জমির ফসল বাঁচাতে হিমশিম অবস্থা ঐ গ্রামের মানুষের। আর তারপরেও সম্পূর্ণ ‘বিশ্বাস’কে আঁকড়ে ধরে ‘গজ লক্ষী’র আরাধণায় মেতে উঠেছেন ঐ গ্রামের আট থেকে অষ্টআশি সকলেই।