নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: কোজাগরী লক্ষ্মীপুজোর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বশীভূত হয়ে গেল মৎস্য আড়ৎ। দমকলের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও লক্ষাধিক টাকার ক্ষতি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর থানার অন্তর্গত খটিরবাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে মডার্ন ফিস আড়ৎ তে হঠাৎ করে আগুন দেখতে পায় পথ চলতি মানুষেরা।
তড়িঘড়ি খবর দেয়া হয় মথুরাপুর থানার পুলিশকে ও দমকলকে । ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন একটি ইঞ্জিনের প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ বশীভূত হয়ে যায় মৎস্য আড়ৎটি। পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দুটি দোকানে। আড়ৎ মালিক মৌরুদ্দিন পেয়াদা জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ৬ থেকে ৭ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। কি করব বুঝে উঠতে পারছিনা। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।