উত্তর প্রদেশে সেনা ট্যাঙ্কার বিস্ফোরণে শহীদ জওয়ান সুকান্ত মন্ডলের কফিনবন্দি দেহ বাড়িতে এসে পৌঁছালো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া  :: উত্তর প্রদেশে সেনা ট্যাঙ্কার বিস্ফোরণে শহীদ জওয়ান সুকান্ত মন্ডলের কফিনবন্দি দেহ বাড়িতে এসে পৌঁছালো। এদিন নদীয়ার তেহট্টের হাঁসপুকুরিয়ায় তার নিজের বাড়িতে দেহ এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা। জওয়ানদের তরফ থেকে তাকে গান স্যালুট দিয়ে সম্মান জানানো হয়।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের ঝাঁসির ববিনা এলাকায় সেনা টাংকার বিস্ফোরণ হয়ে মৃত্যু হয়েছে তার। এদিন তার সহকর্মী সুমন্ত মন্ডল জানান, এদিন টাংকার নিয়ে অনুশীলন চলাকালীন বিস্ফোরণ ঘটে, সেই সময় আহত হয় চালক সহ মোট তিনজন। তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

এরপরই এদিন রাত দশটা নাগাদ সুমন্তকে ফোন কোরে জানানো হয় তার শহীদ হওয়ার কথা। এবং তার পরিবারকে জানাতে বলা হয়। সেইমতো এদিন রাতেই পরিবারের সঙ্গে কথা বলে সুমন্ত। এই ঘটনা বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। পরিবার সূত্রে জানা গেছে এদিন সুমন্তর কাছ থেকেই তার মৃত্যুর ঘটনা জানতে পারে।

যদিও এখনও অফিসিয়ালি তাদেরকে কোন বিষয় জানানো হয়নি। ২০২০ সালের ভারতীয় বাহিনীতে যোগদান করে সুকান্ত। চলতি মাসের ১৩ তারিখে বাড়ি ফেরার কথা ছিল। এর আগেও একইভাবে হাঁসপুকুরিয়ায় পুলওয়ামা হামলায় শহীদ হয়েছিলেন আরেক জওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − two =