আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে নেহেরু যুব কেন্দ্র, বাঁকুড়ার উদ্যোগে জেলা স্তরীয় ‘যুব উৎসব’ শুরু হলো বাঁকুড়ায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে নেহেরু যুব কেন্দ্র, বাঁকুড়ার উদ্যোগে জেলা স্তরীয় ‘যুব উৎসব’ শুরু হলো বাঁকুড়ায়। মঙ্গলবার শহরের বঙ্গ বিদ্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রলয় রায় চৌধুরী, নেহেরু যুব কেন্দ্র, বাঁকুড়ার দায়িত্বপ্রাপ্ত যুব আধিকারিক অন্বেষা ভট্টাচার্য সহ অন্যান্যরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবি আঁকার প্রতিযোগীতা, মোবাইল ফটোগ্রাফী, কবিতা রচনার মতো মোট ছ’টি বিভাগে ৩০০ জন প্রতিযোগী অংশ নিছেন। জেলাস্তরীয় সফল প্রতিযোগীতারা রাজ্য স্তরে ও রাজ্যস্তরের সফল প্রতিযোগীতারা কেন্দ্রীয় স্তরের প্রতিযোগীতায় অংশ নেবেন। একই সঙ্গে যুব সমাজের প্রতিভা বিকাশের মঞ্চ হিসেবে এই প্রতিযোগীতার আয়োজন বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 10 =