নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কেশপুর :: একাধিক দাবি দাবা নিয়ে মঙ্গলবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর গভমেন্ট আইটিআই কলেজের সামনে বিক্ষোভ দেখালো কলেজের ছাত্র – ছাত্রীরা। ছাত্র – ছাত্রীদের অভিযোগ কলেজে যেই শিক্ষক-শিক্ষিকা থাকা দরকার সেই শিক্ষক শিক্ষিকা নেই ।
পাশাপাশি কলেজের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুললেন ছাত্র-ছাত্রীরা, এই দিন দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ প্রদর্শন। যদিও এই সম্বন্ধে কলেজের অধ্যক্ষ ছাত্র-ছাত্রীদের এই দাবিকে সম্মত দিয়ে কলেজের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রশ্ন তুললেন, তিনি বলেন এটা স্বাভাবিক ছাত্র – ছাত্রীদের তাদের নিজেদের পড়াশোনার স্বার্থে এই আন্দোলন গড়ে তুলেছে। আমরা এই বিষয় নিয়ে অনেকবার জানানো হয়েছে ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে কিন্তু তাতে কোন সুরাহা হয়নি, এইসব অভিযোগ তুললেন তিনি।