নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে পুনরায় খোলা হলো “জন আহার”। সম্পূর্ণ সংস্কারের পর এই নতুন পরিমার্জিত আউটলেট পুনরায় চালু করা হলো। রেল যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের ক্রমাগত প্রচেষ্টার অংশ হিসেবে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে সম্পূর্ণরূপে সংস্কারের পর “জন আহার” পুনরায় খোলা হলো।
হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীশ জৈনের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে এই নতুন পরিমার্জিত “জন আহার” আউটলেট পুনরায় চালু করা হলো। পূর্ব রেল ও আইআরসিটিসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিনের সূচনালগ্নে উপস্থিত ছিলেন। যাত্রীদের ন্যায্য মূল্যে উচ্চমানের খাবার উপভোগ করতে সক্ষম করার জন্য নতুন চেহারায় সংস্কার করা জন আহারের সংস্কার করা হয়েছে।
মিষ্টি সহ নিরামিষ এবং আমিষ উভয়ের সমন্বয়ে বিভিন্ন সুস্বাদু খাবারের আইটেম সাশ্রয়ী মূল্যে এখানে পাওয়া যাবে। এখানে খাবারের আইটেমগুলির মেনু এবং মূল্য আইআরসিটিসির দ্বারা যথাযথভাবে অনুমোদিত করা হয়েছে যাতে যাত্রীরা স্বাস্থ্যবিধি সহ বিভিন্ন ধরণের সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন।
“জন আহার” রেলওয়ে এবং আইআরসিটিসি এর মধ্যে ৪০:৬০ মুনাফা ভাগাভাগির ভিত্তিতে পাঁচ বছরের জন্য ২,১৬,৩৯,৭৮৬/- টাকার বার্ষিক লাইসেন্স ফিতে একটি ব্যক্তিগত বিক্রেতাকে পুনরায় চালু করা হয়েছে, যার ফলে আরও বেশি অ-ভাড়া রাজস্ব উপার্জন হবে।