নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ভারত সরকারের যুব ও খেল দপ্তরের অধীনস্থ নেহরু যুব কেন্দ্র মালদা এর তত্ত্বাবধানে জেলা স্তরীও যুব উৎসব অনুষ্ঠিত হলো গাজোল ব্লকের রামচন্দ্র বালিকা বিদ্যালয় এর কনফারেন্স রুমে।
মালদা জেলার 15 টি ব্লকের কমপক্ষে ২০০ জন ইয়ুথ প্রতিযোগী আজকের এই যুব উৎসবে সামিল হন।
আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন উত্তর মালদা জেলার সাংসদ খগেন মুর্মু, নেহরু যুবক কেন্দ্রের জেলা যুব আধিকারিক দীনবন্ধু সাহা ,একাউন্টেন্ট শেখ আনারুল হক ,জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস, আয়োজক সনাতন টুডু এবং গৌড় মহাবিদ্যালয়ের অধ্যাপক অনুপ রায় ও মালদার জাতীয় যুব ভলেন্টিরগণ।
যুব উৎসব এ বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট রাখা হলেও ২০৪৭ সালে ভারতবর্ষের ১০০ তম স্বাধীনতা দিবসে দেশকে কিরূপ দেখতে চাই সে বিষয়ের উপর ডিপ্লোমেশন কনটেস্ট রাখা হয়। তার পাশাপাশি লোকনৃত্য ,freedom painting competition ,poem writing compilation এবং ফটোগ্রাফি কনটেস্ট রাখা হয়।
প্রত্যেক ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিযোগীকে রাজ্য রাজ্যস্তরিও যুব উৎসব অংশগ্রহণে পাঠানো হবে।
শ্রী খগেন মুর্মু মহাশয় যুবক মন্ডলীর সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পাশাপাশি প্রত্যেক প্রতিযোগীর হাতে শংসাপত্র তুলে দেন।