নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: প্রায় তিন মাস ধরে হাবড়ার বাণীপুর এলাকার বাসিন্দা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার তৈরি করছেন রুপোর গয়নার আবরনে সুসজ্জিত কালী প্রতিমা। শিল্পী জানান ৫৫ থেকে ৫৬ কেজি রুপো ব্যবহার করা হয়েছে প্রতিমায়। সিসিটিভি ক্যামেরায় মোড়া ওয়ার্কশপে প্রতিমার শেষ মুহূর্তের কাজ চলছে জোর কদমে।
এত পরিমান রুপোর গয়না ব্যবহার করার কারণে স্থানীয় প্রশাসনকেও বিষয়টি জানিয়ে রেখেছেন শিল্পী। পাশাপাশি যে রাস্তা ধরে হাবড়া থেকে প্রতিমা ব্যারাকপুরে পৌঁছবে সেই থানা গুলিতেও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা থাকবে। রবিবার সকালেই প্রতিমা পাড়ি দেবে ব্যারাকপুরে । ব্যারাকপুরের নয়া বস্তি মহাবীর সমিতিতে এই প্রতিমা যাবে।
এবার বিপুল পরিমাণ রুপোর গয়না ব্যবহার করে প্রতিমা তৈরি করেছেন যা দর্শনার্থীদের নজর কাড়বে বলে মনে করছেন তিনি। প্রতিমার মধ্যেও থাকছে বিশেষত্ব । করোনা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ সামলে শান্তির বার্তা নিয়ে আসছেন “মা”। দশ ফুট উচ্চতার প্রতিমার মধ্যে এই দৃশ্য ফুটে উঠবে বলে জানান শিল্পী।