নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিঘা :: ঘূর্ণিঝড়ের প্রভাব পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে। রবিবার রাত থেকে দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়েছে। সতর্ক রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সমুদ্র থেকে ফিরে এসেছে মৎস্যজীবি ট্রলার! দিঘার হোটেলের পর্যটক নেই বললেই চলে।
খেজুরি সমুদ্র বাঁধ এলাকায় পাঁচুরিয়া বহুমুখী আশ্রয় কেন্দ্রে মানুষকে রাখা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় পুলিশি টহল চলছে। সোমবার সকাল থেকে দিঘা ব্যাপক জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। পুলিশের পক্ষ থেকে গার্ড ওয়াল লাগোয়া দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছে। দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল বলেন ” গার্ড ওয়াল পুলিশ টহল দিচ্ছে। সব রকমের প্রস্তুত রয়েছি আমরা “!
রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র বলেন ” ঘূর্ণিঝড়ের সবরকমের মোকাবেলা করাই আমরা প্রস্তুত রয়েছি। তাজপুর সহ বিস্তীর্ণ এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে “!