নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উত্তর দিনাজপুর :: উত্তর দিনাজপুরের করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে রাজবংশী সম্প্রদায়ের বাস। কালী পূজার রাতে বাজি নয়, পটকা নয়, শব্দ দূষণ নয়। এই কালী পূজা উপলক্ষে রাজবংশী সম্প্রদায় মেতে ওঠে হুকা হুকি খেলায়।
ফাঁকা মাঠের মধ্যে আগুন প্রজ্বলিত করে সেই আগুনের উপর দিয়ে দাপিয়ে লাফায় সাত থেকে সত্তর বয়সের শিশু-যুবার দল। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে হুকা হুকি খেলায় অংশ নেয় মেয়েরাও। দীপান্বিতা উপলক্ষে হুকা হুকি খেলার আগে চৌদ্দ পুরুষদের উদ্দেশ্যে দীপাবলীর প্রদীপ প্রজ্জ্বলিত করেন তারা। প্রদীপ প্রজ্বলিত করেন বিভিন্ন মন্দিরে দেব দেবীদের উদ্দেশ্যেও।
রাজবংশী সম্প্রদায়ের মানুষ সন্ধ্যা থেকেই এই হুকা হুকি খেলায় মেতে উঠে, এরপর সকলে মিলে মা কালীর কাছে পরিবারের জন্য আরাধনা করে কালী পূজা শুরু করেন। জেলার করণদিঘি মেন্দাবারি সাবধান টুনিভিটা টুঙ্গীদীঘি ডুমরাডাংগি আলতাপুর বর্ডার এলাকার বড়রা সহ আরো অনেক জায়গায় দেখা গেল এই দৃশ্য।