নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: হাওড়ার শ্যামপুরের আড়গোরিয়া অঞ্চলে একটি গৃহস্থ বাড়িতে গ্যাস লিক করে আহত হয়েছেন প্রায় বারো জন। ঘটনাটি ঘটেছে বুধবার । স্থানীয় পঞ্চায়েত সদস্য ও পুলিশ প্রশাসন তাদের উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করে। জানা গিয়েছে একটি গ্যাস সিলিন্ডার সরবরাহকারীরা দিয়ে যায়।
গ্যাসটি ঘরের বাইরে রাখা ছিল। সেই সিলিন্ডারের গ্যাস লিক করে চারিদিকে ছড়িয়ে যায়। সেই সময় ঘরেতে কেউ আগুন জ্বালিয়ে কাজ করার সময় সেই আগুন গ্যাস লিক হবার জন্য ধরে যায়। বাড়ির চার পাঁচজন ছাড়াও বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে মোট এগারো বারোজন পুড়ে যায়।
প্রশাসন তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা হয়। পরে সেখান থেকে তাঁদের হাওড়ার উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
জানা গিয়েছে সেখানে একই পরিবারের পাঁচ জন পুড়ে গিয়ে আহত হন ও তাঁদের ঘরে থাকা আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কিছুজনের অবস্থা গুরতর। স্থানীয় প্রশাসন পুরো ঘটনার তদন্ত করছে।