নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: যেকোনও উৎসব অনুষ্ঠানেই পরিবার থেকে তারা অনেকটাই দূরে। আর পাঁচটা সাধারন মানুষকে নিরাপত্তা দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য । নিজেদের আনন্দের কথা চিন্তা না করে গোটা পুজোর মরশুম অন্যকে আনন্দ দিয়েছেন তারা। ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোটাও ব্যতিক্রম নয় তাদের কাছে।
পরিবার পরিজন থেকে শত শত কিলোমিটার দূরে কর্তব্যে অবিচল পুলিশকর্মীরা। আর তাই পুলিশ কর্মীদের কথা ভেবে অভিনব উদ্যোগ নিল নদীয়ার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট এর কৃষ্ণগঞ্জ থানা । কৃষ্ণগঞ্জ থানার উদ্যোগে থানা চত্বরেই শুরু হল পুলিশ কর্মীদের ভাইফোঁটা উৎসব।
ভাতৃদ্বিতীয়ার সকালে ইউনিফর্ম ছেড়ে আর পাঁচটা সাধারণ মহিলার মত শাড়ি পড়ে থানার পুলিশ কর্মী ভাইদের ফোটা দিলেন কৃষ্ণগঞ্জ থানার মহিলা পুলিশ কর্মীরা।
নিজের ভাইয়েরা বাড়িতে। আর তাই থানার সহকর্মী দাদা ও ভাইদের কোটা দিতে আজ ব্যস্ত সহকর্মী বোনেরা। কৃষ্ণগঞ্জ থানার মহিলা পুলিশ কর্মীরা। আর থানার ভারপ্রাপ্ত অধিকারী বাবিন মুখার্জি তিনি নিজেও অত্যন্ত তৎপরতার সাথে এই ভাইফোঁটা ঘিরে উচ্ছ্বাসে মেতে উঠেছেন এদিন।