ছটপুজোর দিনেই শোকের ছায়া হাওড়ায়। শিবপুর লেডিস ঘাটে গঙ্গায় ডুবে মৃত্যু ছট পুণ্যার্থী মহিলার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::হাওড়া :: ছটপুজোর দিনেই শোকের ছায়া হাওড়ায়। শিবপুর লেডিস ঘাটে গঙ্গায় ডুবে মৃত্যু হলো ছট পুণ্যার্থী এক মহিলার। রবিবার ছটপুজোর দিনেই হাওড়ার শিবপুর ঘাটে জলে ডুবে ওই মহিলা পুণ্যার্থীর মৃত্যু হয়। ওই মহিলা গঙ্গায় স্নান করতে নেমে জলে ডুবে যান।

স্থানীয় এক যুবক ওই মহিলাকে জলে ভেসে যেতে দেখে উদ্ধারের জন্য ছুটে আসেন। জল থেকে মহিলাকে তুলে আনা হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসক ওই মহিলাকে মৃত ঘোষণা করেন। মনে করা হচ্ছে খুব সম্ভবত তখন গঙ্গায় জোয়ার ছিল। আর তাতেই তিনি জলে তলিয়ে যান। মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছটের ব্রত রেখে গঙ্গাস্নান করতে এসেই ওই অঘটন ঘটে। গঙ্গার জলে প্রথম দুটি ডুব দেওয়ার পর তিন নম্বর ডুব দিলে আর তাঁকে না দেখতে পেয়ে স্থানীয় এক যুবক জলে ঝাঁপ দিয়ে তাঁকে উদ্ধার করেন। এরপর তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এখনও পর্যন্ত ওই মহিলার কোনও পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =