উর্দ্দিবাজার পুজো প্যান্ডেলে এলে রথ দেখা এবং কলা বেচা দুটিই হবে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দনগর :: হীরক জয়ন্তী বর্ষে উর্দ্দিবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির এবারের থিম সমষ্টি। মূলত তারা এবার তুলে ধরেছে বাংলার তাঁত শিল্পকে। ধুঁকতে বসা বাংলা তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করতেই তাদের এই উদ্যোগ।

এই পুজো প্যান্ডেলে এলে একদিকে যেমন মিলবে ঠাকুর দেখার অনুভূতি পাশাপাশি অতি সহজেই এখান থেকেই আপনারা কিনতে পারবেন তাঁতের শাড়ি। অর্থাৎ এখানে এলে রথ দেখা এবং কলা বেচা দুটিই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =