নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: অবশেষে কফিনবন্দি দেহ ফিরলো গ্ৰামের বাড়িতে ,কান্নার রোল গোটা এলাকায় রাতে নিশব্দতা ভেঙে গেলো সমবেত কান্নায়।সংসারের অভাবের তাড়নায় গুজরাটে গিয়েছিলো পূর্ব বর্ধমানের কালনায় পূর্বস্থলির মহাদেবপুরের হাবিবুল সেখ।মাত্র ১০মাস আগে গিয়েছিলো সোনার দোকানে কাজ করতে গুজরাটে।ভয়াবহ সেতু বিপযয়ে প্রান হারায় হাবিবুল ।
মরবিতে ঝুলন্ত সেতু ভেঙে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে সেই তালিকায় রয়েছে মহাদেবপুরের হাবিবুল।খবর এসে পৌছানোর পর হতবাক গোটা এলাকা।বাকরুদ্ধ পরিবারের সদস্যরাও অবশেষে কফিন বন্দি দেহ পৌছালো বাড়ির মাটিতে সোমবার গভির রাতে। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ,বিধায়ক তপন চট্টোপাধ্যায়,সহ অনান্যরা।
0পুলিশ আধিকারিকদের দায়িত্ব পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন ।শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এছাড়াও মঙ্গলবার ভোরে পরিবারকে সমবেদনা জানাতে । আর্থিক সাহায্যে হাজির হয় মৃত যুবকের বাড়ি তৃনমূলের জেলার সভাপতি রবিন্দ্রনাথ চট্টোপাধ্যায় সঙ্গে ছিলেন তৃনমূলের পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাস বিহারী হালদার।
এদিন রাসবিহারী বাবু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের উন্নয়ন নিয়ে অনেক বড় বড় কথা বলেন। সেসব কিছুই ফানুস তা প্রমাণিত হল। এতগুলি মানুষের মৃত্যুর দায়ভার গুজরাত সরকারকে নিতে হবে।