হাসপাতাল চত্ত্বর থেকে আড়াই বছরের বয়সে চুরি হয়ে চড়া দামে বিক্রি হওয়া শিশুকে ৬ বছর পর উদ্ধার করলো পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: হাসপাতাল চত্ত্বর থেকে আড়াই বছরের বয়সে চুরি হয়ে চড়া দামে বিক্রি হওয়া শিশুকে ৬ বছর পর উদ্ধার করলো পুলিশ। সূত্রে জানা যায়, দক্ষিন ২৪ পরগনার রামনগর থানার শিমলা গ্রামের বাসিন্দা সৈয়েদা আসমুদা বেগম ২০১৬ সালের ২৬ শে অক্টোবর তার আড়াই বছরের ছেলেকে নিয়ে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ডাক্তার দেখাতে যান।

সেখানে লাইনে দাঁড়িয়ে থাকার সময় এক মহিলার কাছে নিজের ছেলেকে রাখতে দেন পরে সেই মহিলা শিশু সন্তান নিয়ে চম্পট দেয়। শিশু সন্তানের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করে আসমুদা বেগমের পরিবারের লোকজন। পরে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

ঘটনার পর কেটেগেছে প্রায় ৬ বছর অবশেষে ডায়মন্ড হারবার পুলিশ জেলার তৎপরতায় পাচার হওয়া শিশু সন্তানকে উদ্ধার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নাবালকের পরিবার জানতে পারে হাসপাতাল থেকে চুরি হওয়ার পর তাদের শিশু সন্তান একাধিক হাত ফেরত হয়ে চড়াদামে বিক্রি হয়েছে। এমনকি তাদের সন্তান হাওড়ার সাঁকরাইলে রয়েছে।

এই খবর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানালে সোমবার রাতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল পলাশ চন্দ্র ঢালির নেতৃত্বে হাওড়ায় অভিযান চালিয়ে চুরি হওয়া নাবালককে উদ্ধার করার পাশাপাশি শিশু পাচারচক্রের সাথে জড়িত কুতুবউদ্দিন নামের ১ ব্যক্তিকে আটক করে পুলিশ।

তবে নাবালককে এখনো পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। পরিবারের হাতে তুলে দেওয়ার আগে পুলিশের বেশ কিছু প্রক্রিয়া রয়েছে সেই সমস্ত বিষয় সম্পূর্ণ হলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে নাবালক সন্তানকে এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তবে ৬ বছর পর পাচার হওয়া শিশু সন্তানকে ফিরে পেয়ে আনন্দিত নাবালকের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + eighteen =