নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফরাক্কা :: দুর্গা, লক্ষ্মী, কালীপুজোর পর পালা এবার জগদ্ধাত্রী পুজোর৷ মা জগদ্ধাত্রী দুর্গারই অপর রূপ৷ সংস্কৃত, বাংলা ও অসমিয়াতে জগদ্ধাত্রী কথার অর্থ হল যিনি জগৎকে ধরে রাখেন৷
আজ জগদ্ধাত্রী পুজোর মহানবমী আর এই মহানবমীর দিন সেজে উঠলো ফরাক্কা ব্যারেজের সেবক ক্লাবের জগদ্ধাত্রী পূজা।এই বছর সেবক ক্লাবের পূজো ২৩বছরে পদার্পণ করল। ফারাক্কা ব্যারেজে এই পুজো ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা ছিল প্রবল।বিগত বছরগুলিতে ষষ্ঠী থেকে দশমী পযন্ত হতো পূজো।কিন্তু বিগত দু’বছর ধরে করনা মহামারীর কারণে পুজোতে ও পড়েছে ঘাটতি।
কৃষ্ণনগরের মতে নবমীর দিনে হচ্ছে ষষ্ঠী, সপ্তমী,অষ্টমী ও নবমীর পূজো হচ্ছে একসঙ্গে।বৃহস্পতিবার মহা দশমী আর তাই নিয়ম মেনে দশমীর দিন দশমীর পূজো হবার পর প্রতিমার নিরঞ্জন হয়।ক্লাব সভাপতি সুশান্ত নন্দী জানান একদিকে করোনা মহামারীর কারণে পুজোতে ঘাটতি পড়েছে অপরদিকে ক্লাবের সদস্য সংখ্যা কমে যাওয়ার কারণে ও পূজো নবমীর দিন করতে হচ্ছে জানালেন ক্লাব কতৃপক্ষ।